Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইউরোপে ঢুকার চেষ্ঠা. রোমানিয়ায় ২৩ বাংলাদেশি আটক

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লরিতে লুকিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপের অন্য দেশে যাওয়ার সময় সম্প্রতি রোমানিয়ায় ২৩ বাংলাদেশি আটক হয়েছেন। রোমানিয়ার সীমান্ত পুলিশ তাদের হাঙ্গেরি সীমান্তে আটক করেছে।

ওই ২৩ বাংলাদেশির সঙ্গে আরো ২৪ পাকিস্তানিও আটক হয়েছে। বাংলাদেশ থেকে কাজের বৈধ ভিসা নিয়ে রোমানিয়া গিয়ে পালিয়ে ইউরোপ যাওয়ার প্রবণতা গত কয়েক বছর ধরেই ভোগাচ্ছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রোমানিয়ায় বাংলাদেশের শ্রমবাজার। ইনফো মাইগ্রেন্টস জানিয়েছে, রোমানিয়ার সীমান্ত পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের তথ্য জানানো হয়েছে। তুরস্ক ও বুলগেরিয়ায় নিবন্ধিত দুটি লরিতে লুকিয়ে অবৈধ উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছিলেন ২৩ বাংলাদেশি ও ২৪ পাকিস্তানি। দুটি গাড়ির একটি গাড়ি নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে থামান সীমান্তরক্ষীরা। গাড়িটির পণ্যের সঙ্গে থাকা নথি অনুসারে মিনারেল ওয়াটারের বোতল পরিবহন করছিলেন চালক। তবে পরীক্ষা করার পর সেখানে ২৩ জনের সন্ধান পায় পুলিশ।

Exit mobile version