জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ইসলাম ধর্ম ইউরোপ থেকে নিষিদ্ধ করার আকাঙ্খা প্রকাশ করেছেন এক জার্মান নেতা। দেশটির ‘অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড’ (এএফডি) পার্টির ওই শীর্ষ নেতার নাম বিজোর্ন হোয়েক।
গত রবিবার বিজোর্ন হোয়েক জার্মানির ইসাবেলা শহরে এক রাজনৈতিক সমাবেশে বলেন, ‘যদি কখনোও জার্মানিতে তার দল ক্ষমতায় আসে তাহলে ইসলাম ধর্ম নিষিদ্ধ করা হবে।
তিনি আরও বলেন, ইউফ্রাটিস নদীর যে সীমানা থেকে ইউরোপ শুরু হয়েছে ওই সীমানা থেকেই ইউরোপের অভ্যন্তরে ইসলাম নিষিদ্ধ করা হবে। ক্ষমতায় আসতে পারলে পুরো ইউরোপে ইসলাম নিষিদ্ধ করা হবে।
হোয়েক তার বক্তব্যে বলেন, মুসলমানরা যুদ্ধ করতে ভালোবাসে কারণ ইসলামের নবী মুহাম্মদ (সাঃ) একজন জেনারেল ছিলেন। সে কারণে ইসলাম আমাদের জন্য বিরাট হুমকি। তবে এর পরপরই তিনি বলেন, আমি ইসলামের শত্রু নই, আমি খুবই সহনশীল কিন্তু ইসলাম ইউরোপের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
ইসলাম নিষিদ্ধ করার ঘোষণা দিলেও জার্মানির নেতা হয়ে গোটা ইউরোপে কীভাবে ইসলাম নিষিদ্ধ করবে তা ব্যাখ্যা করেননি তিনি।