আজ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ন নির্বাচন। (ইউনিয়ন পরিষদ নির্বাচন) জগন্নাথপুর উপজেলায় চতুর্থধাপে ৭মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে তফসীল ঘোষনা হতে পারে। নির্বাচন নিয়ে প্রতিটি ইউনিয়নে চলছে হৈচৈ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পাঠকদের জন্য ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান প্রার্থীদের খবর জানানোর উদ্যোগে নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ কলকলিয়া ইউনিয়ন।
আলী আহমদ/সুহেল হাসান:: ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে। দলীয় প্রতীকে নির্বাচন হবে এমন ঘোষনার পর থেকে প্রধান দুই দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতিক পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভোটারদের সাথে কৌশল বিনিময় করছেন।
এলাকাবাসীর মতে দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষনায় বেড়ে গেছে প্রার্থী সংখ্যাও। কেউ কেউ দলীয় প্রতীক ব্যবহার করে বৈতরনী পাড় হওয়ার স্বপ্ন দেখছেন। আওয়ামীলীগ বিএনপির পাশাপাশি যুক্তরাজ্য প্রবাসী অনেকেই প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের প্রচারণায় সর গরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের শুভেচ্ছা জানিয়ে পোষ্টার, লিফলেট, ব্যানার, ফ্যাস্টুনে পুরো ইউনিয়ন এখন সয়লাব। বিশেষ করে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র একই আলোচনা দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচনকে ঘিরে। প্রথমবারের মতো এধরনের নির্বাচনকে ঘিরে প্রার্থী সমর্থকদের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে। এ ধরনের প্রক্রিয়ার পক্ষে বিপক্ষে রয়েছে সাধারণ মানুষের নানা মত। এর ভিতর যে যার মত করে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচারণা।
চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তারা হলেন, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল হাসিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কুতুব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, ইউনিয়ণ আওয়ামীলীগের সাধারন সম্পাদক দ্বীপক কান্তি দে দীপাল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মাষ্টার, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গত ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী যুবনেতা আলাল হোসেন রানা, স্থানীয় আওয়ামীলীগ নেতা আলী নুর রশীদ, ছৈইল মিয়া, উপজেলা স্বেচ্চাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক দুুদু মিয়া, বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসি ব্রিটিশ বাংলা এডুকেশনের সাবেক চেয়ারম্যান রফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসি বিএনপি নেতা জাবেদ আলম কোরেশী। এসব প্রার্থীদের সবাই দলীয় প্রতীক পেতে জোর লবিং চালিযে যাচ্ছেন। দলীয় প্রতিকে প্রথম বারের মতো নির্বাচন হওয়ায় সম্ভাবনা থাকায় এ ইউনিয়নে প্রার্থী সংখ্যা বেড়ে গেছে। অনুরূপভাবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ও প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত কলকলিয়া ইউনিয়নের মোট ভোটার সংখ্যা- প্রায় ১৮ হাজার। ৯টি ওয়ার্ডের ৪২টি গ্রামের পাড়া মহল্লায় চলছে এখন নির্বাচনী হাওয়া। ইউনিয়নের সব ক’টি হাট বাজারের চায়ের দোকানগুলোতে ইউনিয়ণ নির্বাচনকে সামনে রেখে চলছে জোর আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র ইউনিয়ণ নির্বাচনী প্রচারনা এখন জমজমাট। সময় যত ঘনিয়ে আসছে প্রার্থী হতে প্রবাসীদের পাশাপাশি তাদের স্বজনরাও দেশে আসতে শুরু করেছেন। সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিবেদন ও স্থানীয় আওয়ামীলীগের মতামতের প্রেক্ষিতে শেষ পর্য়ন্ত ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন পেতে পারেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে দীপাল কিংবা সাবেক চেয়ারম্যান আব্দুল হাশিম। অপরদিকে বিএনপির মনোনয়ন পেতে পারেন প্রবাসী রফিক মিয়া কিংবা গত নির্বাচনে অংশ নেয়া জাবেদ আলম। এ প্রসঙ্গে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাথীর নাম প্রস্তাব করতে আমরা তৃণমুলের মতামত গ্রহণ করেছি। কলকলিয়াসহ প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য প্রাথীদের জনমত যাছাই করছি। কয়েকদিনের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে দলের ত্যাগী পরীক্ষিত প্রাথীদের দলীয় প্রতীক দিতে আমরা প্রস্তাব দিব। যাতে করে নৌকার বিজয় সুনিশ্চিত হয়। তিনি নিশ্চিত করেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোন অবস্থায় স্বাধীনতা বিরোধী কোন প্রাথীর নাম পাঠানো হবে না।