সিলেট সংবাদদাতা- সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। আর এজন্য প্রত্যেকটি স্ট্যান্ডিং কমিটির কার্যকর সভা করতে হবে। প্রত্যেকটি কমিটির সভাপতি নিজ নিজ কমিটির দায় দায়িত্ব সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। তিনি সোমবার সকালে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ডকুমেন্ট ও ডিজিটাল সেন্টারের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমান কায়েছের কার্যক্রমে মুগ্ধ হয়ে স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্সের আবেদনের জন্য পরামর্শ দেন। সকালে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদে পৌঁছার পর তাকে শুভেচ্ছা জানান গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ শাহিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মতিন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমান কায়েছ, ইউ.পি সচিব জামাল আহমদ, ইউ.পি সদস্য কুতুব উদ্দিন, আপ্তাব আলী, আব্দুল হান্নান, মতিউর রহমান, আব্দুল ওয়াহিদ, সাবেক মেম্বার ও সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আপ্তাব মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির ধর্ম সম্পাদক হাজী মাসুক মিয়া প্রমুখ। –