Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইউক্রেন সীমান্তে এখনও দেড় লাখ রুশ সেনা: বাইডেন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ইউক্রেন সীমান্তে এখনও প্রায় দেড় লাখ রুশ সেনা মোতায়েন আছে। ইউক্রেনে এখনও রাশিয়ার হামলার আশঙ্কা আছে। আর যুক্তরাষ্ট্র এ ধরনের উদ্যোগের জবাব দিতে প্রস্তুত।

টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন বলেন, রুশ বাহিনীর চলে যাওয়াটা ভালো হবে। কিন্তু, আমরা এখনও তা যাচাই করিনি। আমরা এখনও জানি না রাশিয়ার সামরিক ইউনিটগুলো তাদের নিজ ঘাঁটিতে ফিরে গেছে কিনা। প্রকৃতপক্ষে, আমাদের বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, এখনও হামলার আশঙ্কা আছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর নিরাপত্তা উদ্বেগের বিষয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর বাইডেন এ কথা বলেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে বাইডেন বলছেন, বিষয়টি যাচাই করা হয়নি।

বাইডেন বলেন, রাশিয়া সরকারের কূটনীতি অব্যাহত রাখার প্রস্তাবের সঙ্গে তিনি একমত। ইউক্রেনের যেকোনো আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে মার্কিন অর্থনীতিতে জ্বালানি সরবরাহ ও মূল্যবৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু আমেরিকান জনগণ এটা জানে যে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা কখনও বিনামূল্যে হয় না।

বাইডেন আরও বলেন, ইউক্রেনে আগ্রাসন এগিয়ে গেলে ইউরোপে প্রস্তাবিত রাশিয়ান নর্ড স্ট্রিম ২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বন্ধ করা হবে। রাশিয়ার নাগরিকরা আমাদের শত্রু নন। তাই আমি বিশ্বাস করি না যে, তারা ইউক্রেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধ চায়।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া ইউরোপে আরেকটি যুদ্ধ চায় না। তা সত্ত্বেও নভেম্বর থেকে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে।

ইউক্রেন ন্যাটোর পশ্চিমা সামরিক জোটে যোগ দেবে না এই নিশ্চয়তা চান পুতিন। কারণ তিনি মনে করেন, ন্যাটোর কোনো সম্প্রসারণ রাশিয়ার জন্য হুমকি। কিন্তু, ন্যাটো পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছে। সূত্র: বিবিসি

 

Exit mobile version