জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া; কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।
আজ রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া-১ কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন।
তিনি বলেন, গ্রহণযোগ্য সমাধানের জন্য আমরা এ সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু এটা তাদের ওপর নির্ভর করে। আমরা আলোচনায় অস্বীকৃতি জানাচ্ছি না, তারা জানাচ্ছে।
পুতিন বলেন, আমি বিশ্বাস করি আমরা সঠিক কাজই করছি। আমরা আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের নাগরিক ও মানুষের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
রাশিয়াকে পশ্চিমারা ভাঙার চেষ্টা করছে—এমন ক্ষোভ ঝেড়ে পুতিন বলেন, এসবের মূলে রয়েছে আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষের নীতি, যার উদ্দেশ্যই হলো রাশিয়াকে ভাঙা, ঐতিহাসিক রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করা। তারা সব সময় রাশিয়াকে ‘ভাঙার এবং পরাজিত’ করার চেষ্টা করেছে…. আমাদের উদ্দেশ্য ভিন্ন কিছু—রাশিয়ান জনগণকে একত্র করা।