জগন্নাথপুর২৪ ডেস্ক::
আবারও ইউক্রেনজুরে মিসাইল বৃষ্টি চালালো রাশিয়া। গত এক সপ্তাহ ধরে একটানা মিসাইল ও ড্রোন হামলা চলছে ইউক্রেনে। মঙ্গলবার সকালে আবারও দেশটির দুই-তৃতীয়াংশ এলাকাতেই এয়ার রেইড সাইরেন বেজে উঠে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে যে কাউন্টার অফেন্সিভ পরিচালনার চেষ্টা করছে ইউক্রেন, তা ভণ্ডুল করে দিতেই হামলার পরিমাণ বৃদ্ধি করেছে মস্কো। গত এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনই ইউক্রেনে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে দেশটি।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, মঙ্গলবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলীয় অবলাস্টগুলোতে বিমান হামলার সতর্ক সাইরেন বেজে ওঠে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, তারা রাশিয়ার হামলা ঠেকিয়ে দেয়ার চেষ্টা করছেন। এর আগে সোমবার দিনব্যাপী রুশ মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। তবে এতে মারা গেছেন চার বেসামরিক নাগরিকও। আহত হয়েছেন আরও ১৪ জন।
সোমবার ইউক্রেনের মোট দশটি এলাকায় আক্রমণ হয়। রাশিয়া যেখানে মাসে এক দিন এ ধরণের মিসাইল হামলা চালাতো, সেখানে গত এক সপ্তাহে পাঁচ দিন এমন হামলা হয়েছে।
ইউক্রেনের দুই একটি অঞ্চল ছাড়া প্রায় প্রতিটি অঞ্চলেই কোনো না কোনো অবকাঠামোকে টার্গেট করেছে মস্কো। রাশিয়ার ছোঁড়া শত শত মিসাইলে বিপর্জস্ত হয়ে পড়ছে ইউক্রেনের পাল্টা আক্রমণের পরিকল্পনা। মস্কো চেষ্টা করছে যেভাবেই হোক ইউক্রেনের সেনাদের ফ্রন্টলাইনে আসা ঠেকাতে। আবার অনেকে মনে করছেন, ক্রেমলিনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে টানা মিসাইল ছুঁড়ছে মস্কো।