জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শ্রীলংকান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ক্রিকেটকে ফেরানোর কম চেষ্টা হয়নি। তবে ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ।
তবে সম্প্রতি ইংল্যান্ডে সন্ত্রাসবাদী হামলার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি বড় আয়োজন সফলভাবে শেষ হওয়ার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরানোর দাবি প্রবল হয়েছে।
এরই মধ্যে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরানোর আহ্বান জানিয়েছেন। এর জন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সহযোগিতা চান তিনি।
বৃহস্পতিবার করাচি প্রেসক্লাবে সরফরাজের সম্মানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের অনুপস্থিতির কারণে পাকিস্তান ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ৯ বছর ধরে আমরা দেশে ক্রিকেট খেলিনি।
ঘরোয়া কন্ডিশন হিসেবে সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। কিন্তু সরফরাজের মতে, সেটা কোনোভাবে দেশে খেলার মতো আমেজ এনে দেয় না।
পাকিস্তানের ক্রিকেট যখন দিন দিন উন্নতি করছে, তখন দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন না হওয়ার বিষয়টি শূন্যতা তৈরি করছে বলে দাবি করেন সরফরাজ।
সরফরাজ এসময় প্রশ্ন তুলেন, ইংল্যান্ডে সন্ত্রাসবাদী হামলার মধ্যেও আন্তর্জাতিক দলগুলো খেলতে পারলে কেন পাকিস্তানে যেতে পারবে না তারা?