জগন্নাথপুর২৪ ডেস্ক ::ইংল্যান্ডের লিসেস্টারে বিস্ফোরণে আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই বিস্ফোরণে একটি দোকান ও ওই দোকানের ওপরে একটি ফ্লাটের ভয়াবহ ক্ষতি হয়েছে। পুলিশ এটাকে ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের বিস্ফোরণ ঘোষণা করেছে। স্থানীয় অধিবাসীরা বলেছেন, তারা বিস্ফোরণে শব্দ শুনতে পেয়েছেন। তবে তা অতোটা তীব্র ছিল না।
কিন্তু তাদের বাড়িঘর কেঁপে ওঠে এতে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ বিস্ফোরণ ঘটে। এরপর ৬টি অগ্নিনির্বাপক ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। এরপরেই ৬০টি বাড়ি থেকে লোকজনকে উদ্ধার করেছে পুলিশ। ঘেরাও করে রেখেছে কারলিসলে স্ট্রিট ও হিঙ্কলে রোডের একাংশ। আহত ব্যক্তিদেরকে নেয়া হয়েছে লিসেস্টার রয়েল ইনফারমারি’তে। তবে এ বিস্ফোরণ কোনো সন্ত্রাসী কর্মকান্ড এমন কোনো ইঙ্গিত পায় নি পুলিশ। তারা লোকজনকে ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
Leave a Reply