Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইংল্যান্ডে প্রতারণা এবং কর ফাঁকির অভিযোগে মাওলানা ও স্ত্রী কন্যাসহ ৯ জনের জেলদন্ড

আমিনুল হক ওয়েছ: সম্পত্তি নিয়ে প্রতারণা এবং কর ফাঁকির অভিযোগে ইংল্যান্ডে এক মাওলানা এবং স্ত্রী কন্যাসহ ৯ জনের জেলদন্ড দিয়েছে বার্মিংহ্যাম ক্রাউন কোর্ট। দন্ডিত মাওলানা মাহবুব আকতার ইংল্যান্ডের স্টক অন ট্রেন্টের ফ্যানটনের বাসিন্দা। তার বয়স প্রায় ৬০ বছর। ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সম্পত্তি নিয়ে প্রতারণা এবং কর ফাঁকির ১১টি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। তাকে ১৪ বছরের জেলদন্ড দিয়েছে আদালত।
মাওলানা মাহবুব আকতার পাকিস্তানি অরিজিন।

তিনি স্টক অন ট্রেন্টের ফ্যানটন এলাকার প্রথমসারির মুসলিম লিডার হিসেবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বে দরিদ্র মুক্তির জন্যে দারবার ইউনিক সেন্টারে কয়েক মিলিয়ন পাউন্ড দান করেন তার অনুসারীরা। এখানে তিনি তার অনুসারিদের হতাশ করেছেন বলে আদালতে উল্লেখ করেন বিচারক।

আদালতের শুনানিতে বলা হয়েছে, মাওলানা মাহবুব বিভিন্ন পেপার ওয়ার্ক থেকে নিজের নাম সরিয়ে তার স্ত্রী, কন্যা এবং ভাই ও বোনের সন্তানদের নামে বিভিন্ন প্রোপার্টির মর্গেজের আবেদন করেন। ২০১২ সালের সেপ্টেম্বরে তার অফিস এবং বাড়িতে অভিযান চালিয়ে এসব তথ্য উদ্ধার করেছে পুলিশ।

মাওলানা মাহবুব আকতারের স্ত্রী ৫৪ বছর বয়সী খাদিজা আখতারকে কর ফাঁকি এবং অবৈধভাবে মানি ট্রান্সফারের অভিযোগে অভিযুক্ত করা হয়। তাকে ৪ বছর ৩ মাসের জেলদন্ড দিয়েছে আদালত। তাদের মেয়ে ২৯ বছর বয়সী রোশনারা আখতার ৩ বছর ৬ মাসের জেলদন্ড দেয়া হয়েছে। দন্ড প্রাপ্ত বাকীরা হলেন ৪৬ বছর বয়সী মোহাম্মেদ হুসাইন। তাকে ৭ বছর, ৩৯ বছর বয়সী আলফান আলীর ৬ বছর, মর্গেজ ব্রোকার ৩৯ বছর বয়সী মোহাম্মদ গাফফারের ৫ বছর, ৪৪ বছর বয়সী নাকিয়াত আখতারের সাড়ে ৩ বছর, আরেক মর্গেজ ব্রোকার গ্রাহাম লকস্টোনের সাড়ে ৩ বছর এবং কার্রল পারিসের ১ বছরের জেলদন্ড দিয়েছে আদালত।

Exit mobile version