জগন্নাথপুর২৪ ডেস্ক::
শেষ সময়ে এসে লকডাউন প্রত্যাহারের সময় বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বৃটেনের প্রধানন্ত্রী বরিস জনসন। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের ঝুঁকির কারণে দেশটির বিজ্ঞানীদের পরামর্শে এমন সিন্ধান্ত নিতে বাধ্য হন তিনি। সোমবার (১৪ জুন) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ২১ জুনের পরিবর্তে ১৯শে জুলাই লকডাউন প্রত্যাহার হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, এখনই ব্যবস্থা গ্রহণ না করলে হাসপাতালে ভর্তির পরিমাণ বেড়ে যাবে। আর দেরি করা ঠিক হবে না। যদিও দুই সপ্তাহ পরপর রিভিউ করা হবে লকডাউন পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে।
হঠাৎ করে বৃটেনে করোনাভাইরাসে (ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের) আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দেশটির বিজ্ঞানীরা সরকারকে সতর্ক করেন। সোমবার সিনিয়র মন্ত্রীদের অনুমোদন শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ১৮ জুলাইয়ের পর আর বিলম্ভের প্রয়োজন হবে না বলে আশাবাদী তিনি।
তবে ১৯শে জুলাই প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও কিছু কিছু ক্ষেত্রে সরকার ছাড় দিয়েছে। এর মধ্যে বিয়েতে অতিথিদের সংখ্যা সীমিত রাখার বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া হয়েছে। লকডাউন বাড়ানো হলে টিকা দান কর্মসূচিতে বড় সাফল্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, গত রোববার বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, বিধিনিষেধ নিয়ে সরকার আর ছেলেখেলা করতে চায় না। লকডাউন প্রত্যাহার সিদ্ধান্ত নির্ভর করবে হাসপাতালে রোগী ভর্তির পরিসংখ্যানের ওপর। সংক্রমণ না বাড়লে লকডাউন প্রত্যাহার করা হবে।
Leave a Reply