সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দ্বিপঙ্কর কান্তি দেব’র বাবা জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দেব দিপালের মৃত্যুতে জগন্নাথপপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রয়াত আওয়ালীগ নেতার পুত্র সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দ্বিপঙ্কর কান্দি দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দেব, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোতাহির আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি কল্যান কান্তি রায় সানি,যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, হাসান আদিল, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক তাহা আহমদ, ছাত্রলীগ নেতা সুধন, কামরুল, পাপ্পু, ফাহিম, ইমন, কাওসার, তপু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আর্দশে উজ্জিবিত হয়ে জননেত্র শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে দ্বিপক কান্তি দেব দিপাল মৃত্যুকাল পর্যন্ত আওয়ামীলীগের নিবেদিত একজন সৈনিক ছিলেন। তাঁর অকাল প্রয়াতে আমরা শুন্যতা অনুভব করছি। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়ে দলকে স্থানীয় পর্যায়ে সুসংগঠনিক করে দলের কার্যক্রমের পাশাপাশি এলাকার উন্নয়নে নিরসলভাবে কাজ করে করেন। আওয়ামীলীগ কখন তাঁর এই অবদান ভুলবে না। বক্তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে প্রয়াত দ্বিপক কান্তি দেব দিপাল’র স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।