আসামে ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে তেজপুরের কাছে একটি ধানক্ষেতের ভেতর ভেঙে পড়ে বিমানটি।
একজন প্রতিরক্ষা মুখপাত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে এমন খবর দিয়েছে। রাত সাড়ে আটটার দিকে বিধ্বস্ত বিমানটি থেকে আগুনের কুণ্ডলি বেরিয়ে আসতে দেখা যায়।
প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হার্স ওয়ারডান পান্ডে বলেন, বিমানের দুই চালক নিরাপদেই বের হয়ে আসতে পেরেছেন। তাদের উদ্ধার করা হয়েছে। যদিও তাদের একজন পায়ে কিছুটা আঘাত পেয়েছেন।
তিনি বলেন, স্থানীয়রা দুই পাইলটকে দ্রুতই টেজপুর সামরিক ঘাঁটির হাসপাতালে নিয়ে যায়। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
সৌজন্যে যুগান্তর