স্টাফ রিপোর্টার:: বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার মুখে আবারও পালিয়ে গেছেন ‘আসল বিএনপি’ দাবিদারেরা। রবিবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এলাকায় এ ঘটনা ঘটে।
নাইটিঙ্গেল মোড় থেকে ‘আসল বিএনপি’র কিছু নেতা-কর্মী মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসছিলেন। তাঁদের ব্যানারে লেখা ছিল ‘দলীয় বিপ্লবের মহড়া’। মিছিলটি আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে এলে ছাত্রদলের নেতা-কর্মীরা বিপরীত দিক থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন।
নাসিম জানান, রবিবার বিকেলে ‘আসল বিএনপি’র পূর্বঘোষিত সাংস্কৃতিক কর্মসূচির অংশ হিসেবে বিকেল পৌনে ৪টার দিকে কাকরাইল থেকে নয়াপল্টনের দিকে পিকআপভ্যানযোগে একটি মিছিল বের করেন তারা। পরে ভ্যানটি নয়াপল্টনের আনন্দভবন কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা পিকআপভ্যানটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে নাসিম একটি সংবাদ সম্মেলন ডাকবেন বলেও জানান।
Leave a Reply