স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি জগন্নাথপুর গ্রামের সন্তান বিশিষ্ট সমাজসেবক নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ নেতা যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির এর উদ্যাগে পৌর শহরে বন্যা দুর্গত মানুষের মধ্যে সহায়তা প্রদান করা হচ্ছে। যার ধারাবাহিকতায় শনিবার দুপুরে কয়েকটি আশ্রয় কেন্দ্রে দুপুরের খাবার প্রদান করা হয়। শহরের জগন্নাথপুর সরকারি কলেজ, কেশবপুর উচ্চ বিদ্যালয় ও আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে দুই শতাধিক বন্যার্তদের মধ্যে দুপুরের খাবার হিসেবে আখনি পৌঁছে দেয়া হয়। এসময় জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল হক,ব্যবসায়ী নিজাম উদ্দিন,হাবিল মিয়া উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এবারের বন্যার প্রথম দিন তাঁর পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়। এরপর থেকে প্রতিদিন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দুপুরের খাবার প্রদান করা হচ্ছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় তিনি ব্যক্তিগত উদ্যাগে ব্যাপক ত্রাণ বিতরণ করেন।