স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান সাত দিনের সরকারি সফরে শুক্রবার সিঙ্গাপুর ও ফিলিপাইন যাচ্ছেন। সেখানে তিনি স্থানীয় সরকারের বিভিন্ন সভায় যোগদান করবেন। সুনামগঞ্জ জেলার একমাত্র চেয়ারম্যান হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন। সিলেট বিভাগের দুইজন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ১৭ সদস্যর প্রতিনিধিদল এ সফরে যাচ্ছেন। আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান জানান, শ্রেষ্ট জনপ্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা থেকে সরকারী এ সফরে আমাকে অর্ন্তভূক্ত করা হয়। এ সফরের মাধ্যমে সিঙ্গাপুর ও ফিলিপাইনে স্থানীয় সরকারের বিভিন্ন সভায় যোগদান করে সেখানকার স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত হয়ে ইউনিয়নবাসীর উন্নয়নে নিজেকে আরো সক্রিয় করতে পারব বলে বিশ্বাস করি। তিনি সকলের দোয়া কামনা করেন। আজ রাত ১২টায় ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন।
Leave a Reply