Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আশারকান্দিতে পরিকল্পনামন্ত্রী- আওয়ামী লীগ ছাড়া কেউ গ্রামীন উন্নয়নে কাজ করেনি

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি বলে জ্বালাও, পুড়াও, ঘেরাও, অবরোধ হরতাল। আর আওয়ামী লীগ বলে উন্নয়ন আর উন্নয়ন। বিএনপি আমাদের বিরুদ্ধে বলে, আমরা না কি ভোট ডাকাতি করি! ডাকাতি করলে জনগণ দেখত সবার আগে। শুধু বিএনপির লোকেরা দেখেন। আমরা জনগণের প্রতি আস্থাশীল।

তিনি বলেন, আওয়ামী লীগ ব্যতিত অতীতের কোন সরকার গ্রামের উন্নয়নে মনযোগী ছিল না। গ্রামের প্রতি অবিচার করা হতো। শেখ হাসিনার সরকার এ বৈষম্য দূর করতে কাজ করছে। গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বড় ফেছিা বাজারে উঠোন বৈঠকে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমার ভেতর পরিষ্কার। আমি কোন ডাকাতি করি নাই। এই তো ৭ তারিখ নির্বাচন আসছে। ইনশাআল্লাহ ডাকাতি হবে না। হওয়ার প্রশ্নই আসে না। কর্মকর্তারাও নিরপেক্ষ। আমার সাথে কি ওসি—ডিসি আছে এখন? আমি এখন একা একা ঘুরি।
আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সত্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।

Exit mobile version