জগন্নাথপুর উপজেলার অাশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে শনিবার কেক কাটা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া স্হানীয় নয়াবন্দর বাজারে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা অাক্তার হোসেন, অাশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, যুবদল নেতা ছদরুল ইসলাম, যুবদল নেতা নবনির্বাচিত ১নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ এনামুল হোসেন,
মুহিম তালুকদার, অাল অামীন, জনি চৌধুরী,
ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান,
ইফতিয়াজ সানী, রায়হান অাহমদ,
তানভীর অাহমদ, রাহেল চৌধুরী,
জুবেল অাহমদ, লায়েক চৌধুরী, রুবেল অাহমদ
জাহান তালুকদার, রকিব অাহমদ রাজ,
জামিল মিয়া, তজম্মুল চৌধুরী, রুমন মিয়া, রুবেল মিয়া, তামজিদ ও কামাল হোসেন প্রমুখ।
কেককাটার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্হতা কামনা দোয়া করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply