জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইসরাইলি সেনাদের বাধা উপেক্ষা করে আল আকসা মসজিদে প্রবেশ করতে গিয়ে মসজিদের ইমাম গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশের সময় ইসরাইলের সৈন্যরা মুসলিমদের উপর গুলি চালায়।
মুসলিমরা ইসরাইলি বাধা উপেক্ষা করে মসজিদে প্রবেশ করতে গেলে সেনাদের সাথে এই সংঘর্ষ বাধে। খবর আল জাজিরার।
সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গত সপ্তাহে আল আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল।
সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।
ইসরাইলি পুলিশ জানিয়েছে, ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমরা আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না ।
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের গেটে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েক দিন ধরেই বাইরে নামাজ পড়ছিলো মুসলিমরা।