Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আল্লাহ ও রাসুল (সা:) এর অবমাননাকারীদের ফাঁসির দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

আল্লাহ কে নিয়ে কটুক্তিকারী রাখাল সাহা, রসুল (সঃ) এর শানে অবমাননাকারী সোহেল হাসান গালিব, আব্দুল্লাহ আল মাসুম, ইমরান আল বশির ও র্যাব কর্মকর্তা সন্ত্রাসী আলেপ উদ্দিনের ফাঁসির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

আজ  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)  বেলা দুইটার দিকে তৌহিদি জনতার ব্যানারে জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্ট মানববন্ধন কর্মসুচী পালন করেন।

পরে শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ছালিক আহমদ ক্বাসেমীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মনসুরুল হাসানের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন  আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন,  সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,  বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, পৌর জামায়াতের সভাপতি ওয়ালি উল্ল্যা, সৈয়দপুর টাইটেল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আলী আহমদ, আছাবুন নেছা জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল খান, অ্যাডভোকেট জাকির হোসাইন সহ আরো অনেকে। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছমির উদ্দিন।

 

Exit mobile version