মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা মদিনার আনসারদের প্রশংসা করে বলেন, ‘যারা আগে থেকেই এ নগরী তথা মদিনায় অবস্থানরত আছে, কেউ তাদের কাছে হিজরত করে এলে তারা তাদের ভালোবাসে।’ (সুরা হাশর: ৯)
হজরত আনাস (রা) বর্ণনা করেন, এক হাদিসে নবী (সা.) বলেন, ‘তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে ইমানের স্বাদ ও মিষ্টতা অনুভব করতে পারবে। এক. পৃথিবীর সবকিছুর চেয়ে আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসা। দুই. মানুষকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা। তিন. আল্লাহ তাকে কুফর থেকে মুক্তি দেওয়ার পর তাতে ফিরে যাওয়াকে এমন ভয় করা, যেমন ভয় সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে করে।’ (বুখারি ও মুসলিম)
মহানবী (সা.) সাত শ্রেণির লোককে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাওয়ার সুখবর দিয়েছেন। তাদের মধ্যে একটি শ্রেণি হলো, এমন দুই ব্যক্তি, যারা পরস্পরকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবেসেছে। হজরত মুআজ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ‘আমার জন্য যারা একে অপরকে ভালোবেসেছে, তাদের জন্য থাকবে আলোর মিম্বার। স্বয়ং নবী ও শহীদেরা এর জন্য ঈর্ষা করবে।’ (তিরমিজি)
সুতরাং কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, সে যেন তাকে তা জানিয়ে দেয়। সে এভাবে বলবে, ‘আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।’ তবে আমাদের জানতে হবে ‘আল্লাহর জন্য ভালোবাসা’ কথাটির অর্থ কী? আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো এমন ভালোবাসা, যা মানুষের মধ্যে ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করে। এই ভালোবাসা দীনি বিষয়ে একে অপরকে সহযোগিতা করতে উৎসাহিত করবে। তাকওয়ার জীবন অবলম্বন করতে উৎসাহ জোগাবে। তাতে কেবল দীনি স্বার্থ জড়িত থাকবে। পার্থিব চাওয়া-পাওয়া থাকবে না। এই ভালোবাসার লক্ষ্য হবে একে অপরের হাত ধরে জান্নাতে যাওয়ার চেষ্টা করা।
সৌজন্যে আজকের পত্রিকা