ছাদিক চৌধুরী:: কতদিন হলো এখনো রাত জাগেনি , ভোরের সূযর্ দেখেনি , আলোর মুখ দেখেনি যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপি । যার কারণে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপিকে নিয়ে তৃনমূল নেতাকমর্ির হৃদয়ের ভাবনা গুলো আজকের এ নিবন্দ্বে লিখতে বাধ্য হলাম। দীর্ঘ এক বছর অতিবাহিত হওয়ার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ওল্ডহাম শাখা পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। আমরা এখনও প্রতিক্ষায় আছি কবে আলোর মুখ দেখবে। এতে করে অনেক ত্যাগি ও তৃণমূল কর্মীদের নানা প্রশ্নের সম্মুখিন হতে হয়। কিন্তু কোন সঠিক দিতে পারি না। বলতে হয় পূর্ণাঙ্গ কমিটি হবে আসছে বলে মিথ্যার আশ্রয় নিতে হয়। কিন্তু আর কত মিথ্যার আশ্রয় নিতে হবে? আমরা যারা বিএনপি নামক এ দলকে ভালোবাসি , জিয়াউর রহমান আমাদের আদশর্ , খালেদা জিয়া আমাদের দলের কান্ডারী , দেশনায়ক তারেক জিয়া আমাদের অহংকার । বিএনপিকে ভালোবেসে দলের এই সংকটময় মুহুর্তে আমাদের কি কাজ করার কোন সুযোগ হবেনা ? ওল্ডহাম বিএনপির একটি শক্তিশালী পুনাঙ্গকমিটি কি আমরা পেতে পারিনা । যদি হতো তাহলে আমরা শক্তিশালী ভাবে দলের জন্য কাজ করতে পারতাম । ওল্ডহামের বিএনপির নেতাকমর্িদের মতো আমারও একই ভাবনা- অতঃপর একটি প্রশ্ন দলের যথাযথ কতৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ কমিটি কবে হবে দয়াকরে বলবেনকি ? দয়াকরে বিএনপির হয়ে রাজনীতি করতে সুযোগ দিন ।
; এই যুক্তরাজ্যের মাটিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপি এগিয়ে নিতে সুযোগ করে দিন প্লিজ আর পিছুঠান নয় ।
কিন্তু কেন আমরা দ্বন্দ্বে দ্বন্দ্বে পিছিয়ে যাচ্ছে একটু ভেবে দেখুন , অনুসন্ধান করে দেখুন-
গত ১১ মে ২০১৫ সালে যুক্তরাজ্য বিএনপি এর সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক কর্মী সম্মেলন হয়। কিন্তু সেখানে কোন এক বক্তব্যের রেশ ধরে তোপের মুখে পড়ে যুক্তরাজ্য
বিএনপি। দূভর্াগ্য হলেও সত্য তৃণমূল নেতা কর্মির কথা উপেক্ষা করে সম্পূর্ণ একক সিদ্ধান্তে রাতের অন্ধকারে দুটি
পদ ঘোষণা করেন। একটি অনলাইন পত্রিকার মাধ্যমে এবং বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ
কমিটি ঘোষণা করা হবে। যার কি না কর্মী সম্মেলনে এই দুটি নাম ঘোষণা করতে ব্যর্থ হয়। ওল্ডহাম বিএনপির
বর্তমান সভাপতি দীর্ঘ ১৭ বছর ধরে অভিভাবকের দায়িত্ব পালন করছেন। কিন্তু জামাল উদ্দিন (বর্তমান
সভাপতি) দলকে দিয়েছেন শুধু বিভক্তি উপগ্রুপ কিন্তু এই পদলোভী নেতাকে দল ও দেশের স্বার্থে সরানো সম্ভব
হচ্ছেনা। বার বার যুক্তরাজ্য বিএনপির দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও নিরবে তা প্রত্যাখান করেন। কিন্তু বর্তমান
সাধারণ সম্পাদক বিগত কমিটি গুলোতে সাধারণ সদস্য না থাকলেও বিশেষ কোন দয়াল বাবার কেরামতিতে
সাধারণ সম্পাদক হিসেবে ওল্ডহ্যাম শাখার দায়িত্ব পান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজও পর্যন্ত ওল্ডহ্যাম
বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি করতে সম্পূর্ণ ব্যর্থ হন।
কারণ বর্তমান সভাপতি জামাল উদ্দিন বিগত কমিটিতে যে, ভাবে পরিবার ও শ্বশুড় বাড়ির লোকদের অথবা
অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কমিটি করে আসছিলেন তা এবার হয়ত সম্ভব হচ্ছে না। এই নিয়ে বর্তমান
সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের সাথে দফায় দফায় বৈঠক করে দর কষাকষি করে তা সম্ভব হয়নি। এ দিকে
সাধারণ সম্পাদকও আত্মীয়করণ নিয়ে ব্যস্ত। তা না হলে ওল্ডহ্যাম বিএনপি পূর্ণাঙ্গ কমিটি কেন আলোর মুখ
দেখবেনা এই আত্মিয়করণের প্রতিবাদে সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জাকি মস্তফা টুটুল, হাবিবুর রহমান কায়ূম, জিল্লুর রহমান, মুজিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোচ্ছার হন কিন্তু
তাতে কোন লাভ হয়নি। যেই এই সব নোংরামির বিরুদ্ধে কথা বলেন তাকে কমিটি থেকে বাদ দিয়ে দেন অথবা
কমিটিতে না রাখার হুমকি দেন। সিরাজুল রহমান, জাকি মস্তফা টুটুল, মুজিবুর রহমান, জিল্লুর রহমান ও
সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিগত আন্দোলনে যুক্তরাজ্যে শেখ হাসিনা আগমনকে লক্ষ্য করে যে সকল আন্দোলনের ডাক দেয়া হয়েছে তাতে তারা অগ্রণী ভূমিকা পাল করেন। কিন্তু দুভাগ্য হলেও সত্য বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে খোঁজে পাওয়া যায়নি। কিন্তু বর্তমান
দলের এই সংকটময় মুহুর্তে বর্তমান কমিটিকে বিলুপ্ত করে পুনরায় আহবায়ক কমিটি করে দলের তৃর্ণমূল নেতা কর্মীদেও কাজ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। ওল্ডহ্যাম বিএনপিকে আত্মীয়করণের উর্ধ্বে উঠে
দলের ও দেশের স্বার্থে যুক্তরাজ্য বিএনপির তত্ত্বাবধানে একটি কাউন্সিলের মাধ্যমে একটি সুন্দর ও মাননসই কমিটি উপহার দিবেন। যা কি না ওল্ডহ্যাম বিএনপি একটি নতুন ইতিহাস সৃষ্টি করে। আর এই ইতিহাসে
আপনাদের নাম স্বর্ণ অক্ষরে লিখা থাকবে এবং বর্তমান শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন যাতে আরও বেগমান হয় সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আহবায়ক কমিটি দেওয়া হয়। আমার বিশ্বাস
খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ওল্ডহাম বিএনপি অগ্রনী ভূমিকা পালন করবে।
সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জাকি মুস্তফা টুটুল, জিল্লুর রহমান, মুজিবুর রহমান এবং সাবেক সাধারণ, দফায় দফায় আলোচনা করেন। তাতে কোন সুফল বয়ে আনেনি। বরং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে বর্তমান সভাপতি তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং কমিটিতে কোন স্থান হবে না বলে হুমকি দেন।
বর্তমান যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার আমাদেরকে আশ্বাস দিয়েও তারা যেন কোথায় হারিয়ে যান। এর রহস্যটা আমাদের বোধগম্য নয়। তবে এযেন আর না হয় এই ভাবনা তৃণমূল নেতাকমর্িদের ।
বিএনপিকে তৃনমূল পর্যায়ে থেকে সামনে দিকে গণতান্ত্রিক চচর্ার মাধ্যমে এগিয়ে যাক এই ভাবনয় আমার মতো বিএনপির তৃনমূল নেতাকমর্িরা হৃদয়ে লালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদশর্ । এগিয়ে যাক বিএনপি; এগিয়ে যাক গণতন্ত্র , দেশে বিদেশে শক্তিশালী হোক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার হাত; তারুণে্যর অহংকার তারেক জিয়া এগিয়ে যাক এ প্রত্যাশা রাখি ।
লেখক- ছাদিক চৌধুরী
Leave a Reply