অনলাইন ডেস্ক –
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক হাজার ২০১ ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে পরাজিত করেন তিনি। এএনআইর বরাত দিয়ে একথা জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
রোববার ভারতীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগণনা। সকাল থেকে ভোটের খবরে বড় আকর্ষণ ছিল নন্দীগ্রাম। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। তবে বেলা ২টার পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। ১৫ রাউন্ড গণনার শেষে মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর চেয়ে এগিয়ে যান।
পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের ভোট স্থগিত হয়। ফলে সকালে ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয় কড়া নিরাপত্তার মধ্যেই।
গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়। শেষ হয় গত বৃহস্পতিবার। আট দফায় ভোট পড়ার গড় হার ৮১ দশমিক ৬ শতাংশ।