সিলেট প্রতিনিধি:আলোচিত শিশু রাজন হত্যা মামলার রায়ের দিনক্ষ ঠিক করেছেন আদালত। সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ের তারিখ ধার্য্য করেছেন আদালত। আগামী ৮ নভেম্বর ওই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের তারিখ ঘোষণা করেন।
রাজন হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন ছিল মঙ্গলবার। এর আগে গত রবি ও সোমবার উভয় পক্ষের আইনজীবী আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন।
মঙ্গলবার ৩য় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের তারিখ ঘোষণা করেন।
এর আগে ওই মামলায় ৩৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলার প্রধান আসামী কামরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে তার আইনজীবী ১১ সাক্ষীকে পুণরায় জেরা করেন।
মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান- যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ঘোষণা করেছেন। আমরা আশাবাদী মামলার সকল আসামীকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে খুঁটিতে বেধে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় শিশু রাজনকে। এরপর নির্যাতনের ভিডিওচিত্র ফেসবুকে আপলোড করা হলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়।
রাজন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বাদেয়ালি গ্রামের আজিজুর রহমানের ছেলে। রাজন হত্যা নিয়ে দেশ বিদেশে আলোচনার ঝড় উঠে।