আশিস রহমানঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিরল প্রজাতির কচ্ছপ আটক করেছে স্থানীয়রা। গত সোমবার কচ্ছপটি আটক করা হলেও এখনো পর্যন্ত বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়নি। উপরন্তু মাত্র ৩৫০০ টাকার বিনিময়ে উক্ত কচ্ছপটিকে স্থানীয়দের কাছ থেকে আত্মসাৎ করেছেন দোয়ারাবাজার উপজেলা পিআইও অফিসের প্রকৌশলী রাজু পাল। সরজমিনে জানা যায়, গত সোমবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে স্থানীয় আসাদ মিয়ার বাড়ি সংলগ্ন ডোবার পানি সেচার সময় মাছ ধরতে এসে ওই ডোবা থেকে বিরল প্রজাতির আনুমানিক ৪-৫ কেজি ওজনের কচ্ছপটিকে জাল দিয়ে ধরেন একই এলাকার বৈঠাখাই গ্রামের কাছা মিয়া (৪০) এবং তার সহযোগীরা। পরে পরদিন দুপুরে উপজেলা পিআইও অফিসের প্রকৌশলী কর্মকর্তা রাজু পাল বনবিভাগের কাছ থেকে কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই স্থানীয়দেরকে এইসেই বুঝিয়ে মাত্র ৩৫০০ টাকার বিনিময়ে কচ্ছপটিকে আত্মসাৎ করেন। এব্যাপারে যোগাযোগ করা হলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। ওই কচ্ছপ আটকের সাথে সম্পৃক্ত কাছা মিয়া(৪০) প্রতিনিধিকে জানান, ডোবায় মাছ ধরতে এসে আমাদের জালে কচ্ছপটি আটক হয়। পরে ইউপি সদস্য আব্দুল কাদিরের কাছ থেকে জানতে পেরে প্রকৌশলী রাজু পাল আমাদের কাছ থেকে সারে তিন হাজার টাকার বিনিময়ে কচ্ছপটি কিনে নেয়। এব্যাপারে আমরা সচেতন ছিলাম না বিধায় বন বিভাগকে বিষয়টি অবহিত করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।