জগন্নাথপুর২৪ ডেস্ক::ফেভারিট তকমাটা বাড়াবাড়িই মনে হলো আর্জেন্টিনা দলের খেলায়। ৩-০ গোলের লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়লো মেসি বাহিনী। টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বের টিকিট কাটলো ক্রোয়েশিয়া। আর বিদায় শঙ্কায় পড়লো আর্জেন্টিনা। ৮০ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুন করেন মড্রিচ। আর অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে রাকিটিচ কফিনের শেষ পেরেক গেথে দেনে তৃতীয় গোল করে। এর আগে আর্জেন্টাইন গোলরক্ষক কাবায়েরোর অমার্জনীয় ভুলে পিছিয়ে পড়ে সাম্পাওলি শিষ্যরা। খেলার ৫৩ মিনিটে ডিবক্স থেকে বল সহজেই ক্লিয়ার করতে পারতেন কাবায়েরো। কিন্তু তিনি মুন্সিয়ানা দেখাতে গিয়ে উল্টো বল এগিয়ে দিলেন অ্যান্টে রেবিচের পায়ে। একটুও ভুল করলেন না রেবিচ। দারুন শটে এগিয়ে দিলেন ক্রোয়েশিয়াকে।
এর আগে, গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। প্রথমার্ধে আর্জেন্টিনার পায়ে বলের দখল বেশি থাকলেও ক্রোয়েশিয়ার ওপর আধিপত্য বিস্তার করতে পারেন নি মেসিরা। আর দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল মড্রিচ, রাকিটিচদের হাতে।
Leave a Reply