জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশি শ্রমিক বা কর্মজীবীদের ভিসা দেয়ার কার্যক্রম ৫ বছর ধরে বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এতে সেখানকার সবচেয়ে প্রাচীন স্কুলগুলোর একটিতে অতিরিক্ত চাপ পড়েছে। বাংলাদেশ থেকে এখানে শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না। এ স্কুলটি হলো শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কারিকুলাম অনুসরণ করে এমন মাত্র দুটি স্কুল আছে আমিরাতে। তার মধ্যে এটি অন্যতম। এখানে ইংরেজি ও বাংলা দু’মাধ্যমেই ঢাকা বোর্ডের কারিকুলাম চালু আছে। এ খবর দিয়ে আরব আমিরাতের দ্য ন্যাশনাল পত্রিকা বলেছে, অপরাধ বৃদ্ধির প্রেক্ষিতে ২০১২ সাল থেকে বাংলাদেশি শ্রমিক বা ওয়ার্কার নিয়োগ সংক্রান্ত ভিসা দেয়া বন্ধ রেখেছে আমিরাত। এ কারণে এই স্কুলটিতে বাংলাদেশ থেকে নতুন শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না। সম্প্রতি স্কুল ক্যাম্পাসে একটি গ্রিনহাউজ উদ্বোধনকালে স্কুলের প্রিন্সিপাল মীর আনিসুল হাসাব তার উদ্বেগ ধরে রাখতে পারেন নি। নিয়োগে যে নিষেধাজ্ঞা আছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। দর্শক সারিতে বসা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, আমাদের এক্ষেত্রে সহায়তা প্রয়োজন। পরে তিনি স্বীকার করেছেন তার এই উদ্বেগ হয়তো যথাযথ বা কূটনৈতিক পর্যায়ে ঠিক হয় নি। তবে তিনি মনে করেন এ বিষয়টিতে গুরুত্ব দেয়া প্রয়োজন। ৩০ বছরের ওপরে তিনি এই স্কুলে আছেন। বলেছেন, আমি এই বার্তাটি দেয়ার চেষ্টা করেছি যে, আমাদের শিক্ষক প্রয়োজন। কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে আনতে না পেরে আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাংলাদেশ থেকে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা থাকায় স্কুল কর্তৃপক্ষ আরব আমিরাতের ভেতর থেকেই শিক্ষক নিয়োগ দিতে বাধ্য হয়েছে। তা সত্ত্বেও স্কুলকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। মীর আনিসুল হাসান বলেন, আমরা আমিরাত থেকে শিক্ষক নিতে পারছি। কিন্তু বাংলাদেশি শিক্ষকের বেলায়, তিনি যদি স্থানীয়ও হন তবু তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে। আমরা অনুমোদন পাচ্ছি না। এই স্কুলে রয়েছেন ৪৯ জন শিক্ষক ও ১৯ জন টিচিং এসিস্ট্যান্ট। এর মধ্যে প্রায় অর্ধেকই বাংলাদেশি। যারা অনেক বছর ধরে এখানে কর্মরত তারা তো আছেনই। কিন্তু বাংলাদেশ থেকে নতুন শিক্ষক নেয়া সম্ভব হচ্ছে না। এখানে যে কারিকুলাম অনুসরণ করা হয় তার বইয়ের বেশির ভাগই ইংরেজিতে লেখা। শুধু বাংলা ভাষা ও সাহিত্য বাংলায়। এ জন্য ভারত, শ্রীলঙ্কা, মিশর থেকে যাওয়া শিক্ষকরা সেখানে পড়াতে পারছেন। এ স্কুলে গত বছর শিক্ষার্থী ছিল ৬৬৫ জন। এর মধ্যে শতকরা ৯৮ ভাগই বাংলাদেশি। শতকরা এক ভাগ ভারতীয়। শতকরা এক ভাগ শ্রীলঙ্কান। তবে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমাদের বাংলাদেশি শিক্ষায় শিক্ষিত বিশেষজ্ঞ শিক্ষক প্রয়োজন। কারণ, তারা আমাদের সিলেবাস, কারিকুলাম সম্পর্কে বেশি অবহিত। তাই আমরা বাংলাদেশি শিক্ষকের পক্ষে।সুত্র-মানবজমিন