জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
বিশ্বে প্রথম ড্রোন ট্যাক্সি সার্ভিস চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত৷ এ উপলক্ষ্যে দুবাইতে ২৫শে সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে উড়াল ট্যাক্সি চালিয়ে সফল হয়েছে দেশটির সড়ক ও যোগাযোগ কর্তৃপক্ষ আরটিএ৷
ড্রোন ট্যাক্সির পরীক্ষা
দুবাই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য স্থান৷ গত বছর রেকর্ড প্রায় দেড় কোটি পর্যটক সেখানে বেড়াতে গিয়েছিলেন৷আর এজন্যই দুবাই কর্তৃপক্ষ প্রায়ই নতুন নতুন পরিকল্পনা করেন শহরটিকে ঘিরে৷ ২৫শে সেপ্টেম্বর তারা একটি ড্রোন ট্যাক্সি বা ভলোকপ্টারের পরীক্ষা চালিয়েছে৷ জার্মান ড্রোন ফার্ম ভলোকপ্টার ১৮টি প্রপেলার বা পাখা বিশিষ্ট দুই আসনের ছোট এই ড্রোন ট্যাক্সিটি নির্মাণ করেছে৷
উদ্বোধন করেন যুবরাজ
২৫ শে সেপ্টেম্বর দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ এই ট্যাক্সির পরীক্ষামূলক উদ্বোধন করেন৷ তবে ওড়ার সময় এতে কোনো যাত্রী ছিল না৷
ড্রোন ট্যাক্সিতে যেসব সুবিধা আছে
রিমোট কন্ট্রোলের নিয়ন্ত্রণ ছাড়াই এই ট্যাক্সি ৩০ মিনিট আকাশে উড়তে পারে৷ এছাড়া নিরাপত্তার জন্য এতে আছে ব্যাক-আপ ব্যাটারি, রোটর এবং কয়েকটি প্যারাসুট৷ এই প্রোটোটাইপ ট্যাক্সিটির বেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার৷
পরিকল্পনা
বেশ কয়েকটি ইউরোপীয় ও মার্কিন ফার্ম ভলোকপ্টারের উন্নয়নসহ এ ধরনের আরও অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে যুক্ত৷ এ ধরনের আধুনিক আরও নানা রকম পরিবহন তৈরি করছে তারা৷ যেমন চালকবিহীন ইলেকট্রিক কার৷ বিশালাকার এয়ারবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের৷ ২০২০ সাল নাগাদ আকাশে চালকবিহীন ট্যাক্সি ওড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিগুলো৷ তাদের উদ্দেশ্য বৈজ্ঞানিক কল্পকাহিনিকে বাস্তব রূপ দেয়া৷
অ্যাপের সাহায্যে ড্রোন ট্যাক্সি সেবা
এই সেবা চালু হলে স্মার্টফোনের একটি অ্যাপের সাহায্যে আপনি এই ভলোকপ্টার ডাকতে পারেন৷ অর্থাৎ কাছাকাছি ভলোপোর্টে ভলোকপ্টারের অর্ডার দেবেন অ্যাপের সাহায্যে৷ তখন ঐ বন্দরে ট্যাক্সি পৌঁছে যাবে এবং আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে৷ আগামী ৫ বছরের মধ্যে এই সেবা চালু করা সম্ভব হবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির সিইও ফ্লোরিয়ান৷
পরীক্ষামূলক উড়াল
২৫ শে সেপ্টেম্বর পরীক্ষার সময় ট্যাক্সিটি ২০০ মিটার উচ্চতায় ৫ মিনিটব্যাপী উড়েছিল৷ দুবাইয়ের প্রশাসন শহরের মধ্যে যাতায়াতের জন্য এই ট্যাক্সি সেবা চালু করতে চায়৷ এর মাধ্যমে যে কোনো জরুরি প্রয়োজনে ভিড় এড়িয়ে অল্প সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব৷
নিজেদের ভিন্নভাবে উপস্থাপন
দুবাইতে এর আগে রোবোটিক পুলিশের প্রোটোটাইপ ব্যবহার করা হয়েছিল৷ ঐ অঞ্চলের অন্য দেশগুলো থেকে নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করতেই দুবাই প্রশাসনের এসব নতুন উদ্যোগ৷