জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- পুলিশ বিভাগে জনবল সংকট রয়েছে। এই সংকট কাটাতে ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে পুলিশ বিভাগে শীঘ্রই নতুন ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রতিটি উপজেলায় পুলিশ প্রশাসনে প্রয়োজনীয় যানবাহন দেওয়ার জন্য যানবাহন ক্রয় করার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দলই এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান এবং পরে সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন- বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ, পুলিশ সুপার শাহ জালাল, উপজেলা চেয়ারম্যন রফিকুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোছাদ্দেক হোসেন মানিক প্রমুখ।
Leave a Reply