স্পোর্টস ডেস্ক::
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েছে বাংলাদেশ। যদিও সে ম্যাচে খেলেননি টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ, সাকিব, মোস্তাফিজ।
অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মঙ্গলবার শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ দল।
মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে সে ম্যাচে নেতৃত্ব দেন ওপেনার লিটন দাস।
দ্বিতীয় ম্যাচেও নেই মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কত্বের দায়িত্ব পড়ছে লিটনের ঘাড়েই।
আজ বেলা ১২টায় দ্বিতীয় ও শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ ছাড়াও এ ম্যাচে খেলবেন না সাকিব। তবে মোস্তাফিজুর রহমান ফিরেছেন। তাকে নিয়ে মাঠে নেমেছে লিটন বাহিনী।
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শামীম হোসেন