স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে আমেরিকায় যাওয়ার আগেই তরুণী উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্ছল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের আমেরিকা প্রবাসী এবাদ মিয়া দীর্ঘদিন আইনি সংগ্রাম করে তার আত্বীয় স্বজনদের আমেরিকা নেয়ার ব্যবস্থা করেন। ইতিমধ্যে তার নাতনী (২৫)সহ পরিবারের লোকজনের আমেরিকার ভিসা অনুমোদন হওয়ার পর বুধবার তাদের আমেরিকা যাওয়ার দিনক্ষন ঠিক হয়। গতকাল হঠাৎ করে আমেরিকা যাওয়ার একদিন আগে ওই তরুণী উধাও হয়ে যায়। পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েন। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে হতাশ হয়ে পড়েন।প্রতিবেশীদের ধারনা ওই তরুণী ভালোবাসার টানে প্রেমিকের সাথে হয়তো পালিয়ে গেছে। এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি আমাদের জানা নেই।