যুক্তরাজ্য প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেষ্টার শাখার কমিটি গঠন করা হয়েছে। আমিনুল হক ওয়েছকে সভাপতি ও ফয়জুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা দেন। বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ যুুক্তরাজ্য শাখার সভাপতি সায়েদ আহমদ সাদ ও মিয়া আক্তার হোসেন সানু এ কমিটি অনুমোদন দেন। এদিকে আমিনুল হক ওয়েছকে সভাপতি ও ফয়জুল হক জুুয়েলকে সাধাণ সম্পাদক করে কমিটি ঘোষনা দেয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে।