আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীর জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন ইউ কে এক স্মরণ সভার আয়োজন করে। ফাউন্ডেশন এর সভাপতি ডঃ আবদুল হান্নান এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরীর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান। তিনি তাঁর বক্তৃতায় সামাদ আজাদের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আব্দুস সামাদ আজাদ ছিলেন বাংলাদেশের রাজনীতি এক কিংবদন্তী ব্যক্তিত্ব, তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শুন্যতা নেমে এসেছিল তা আজও অপুরনীয় হয়ে আছে আর তা কখনও পূরন হবার মত নয়। তিনি সামাদ আজাদের রাজনৈতিক প্রজ্ঞার কথা বলতে গিয়ে বলেন আব্দুস সামাদ আজাদ ক্ষনজন্মা, তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন এক রাজনিতির প্রতিষ্টান তিনি আমাদের মাঝে আজীবন বেচে থাকবেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সামাদ আজাদের রাজনৈতিক সহকর্মি যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, সাংবাদিক ইসহাক কাজল, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, তারিফ আহমদ, শামসুল ইসলাম বাচ্চু, তরুণলীগের সভাপতি জুবায়ের আহমদ, তরুণলীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার কবির প্রমুখ।
Leave a Reply