Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আব্দুস সামাদ আজাদের স্মৃতিবিজড়িত ইউনিয়নে নৌকাকে বিজয়ী করতে হবে -চিলাউড়া বাজারে সিদ্দিক অাহমদ

স্টাফ রিপোর্টার::; সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মভূমি ও স্মৃতিবিজড়িত ইউনিয়নে নৌকা পরাজিত হতে পারে না। আমি বিশ্বাস করি স্বাধীসতার প্রতীক নৌকায় ভোট দিয়ে এ ইউনিয়নের মানুষ সামাদ আজাদের প্রতি তাদের সন্মান অক্ষুন্ন রাখবে। তিনি বলেন, ভাটি অঞ্চল হিসেবে পরিচিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে সামাদ আজাদের সূচিত উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের মাধ্যমে অবহেলিত এ জনপথরে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিয়ে ইউনিয়নবাসীর উন্নয়নকে ত্বরান্ধিত করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি মঙ্গলবার চিলাউড়া বাজারে নৌকার পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত। IMG-20160524-WA0031স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ গফুর মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক সুনা মিয়া, উপজেলা কৃষকলীগের নেতা আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামীলীগ সেক্রেটারী ইকবাল হোসেন ভূঁইয়া, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রতাব আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, তাজউদ্দিন আহমদ, ছাত্রলীগ নেতা শামীম আহমদ প্রমুখ। সভায় চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে পূর্ণনির্বাচিত করলে ইউনিয়নের অসমাপ্ত সকল উন্নয়ন সমাপ্ত করা হবে।

Exit mobile version