স্টাফ রিপোর্টার::; সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মভূমি ও স্মৃতিবিজড়িত ইউনিয়নে নৌকা পরাজিত হতে পারে না। আমি বিশ্বাস করি স্বাধীসতার প্রতীক নৌকায় ভোট দিয়ে এ ইউনিয়নের মানুষ সামাদ আজাদের প্রতি তাদের সন্মান অক্ষুন্ন রাখবে। তিনি বলেন, ভাটি অঞ্চল হিসেবে পরিচিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে সামাদ আজাদের সূচিত উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের মাধ্যমে অবহেলিত এ জনপথরে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিয়ে ইউনিয়নবাসীর উন্নয়নকে ত্বরান্ধিত করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি মঙ্গলবার চিলাউড়া বাজারে নৌকার পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত।