সিলেট সংবাদদাতা::বাংলাদেশ গড়তে চায়। সরকারের অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান সে লক্ষে মৃত্যুর আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন।
তিনি শনিবার দুপুরে নগরীর রিকাবীবাজাস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সদ্য প্রয়াত সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান স্মরণে নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি নাগরিক শোক সভা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ সাহাব উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।শোক সভা শেষে মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়
Leave a Reply