এনাম উদ্দিন:: এই বার ব্যালন ডি’অর কার হাতে উঠবে মোটামুটি সবার ও জানাছিলো যে, এই বার ব্যালন ডি’অর উঠবে সি আর সেভেনের হাতে, ঘোষণা টা ছিল শুধু সময়ের ব্যাপার। এর আগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন ৩১ বছর
বয়সী রোনালদো। ক্লাব বিশ্বকাপে খেলতে রিয়ালের হয়ে এখন তিনি জাপানে। প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা দলের সঙ্গে কাতারের পথে মেসিও।
গত অক্টোবরে এই পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফ্রান্স ফুটবল। লড়াইয়ে ছিলেন গতবারসহ
পাঁচবারের বর্ষসেরা মেসি, গত বছর তৃতীয় হওয়া নেইমার, বার্সেলোনার গত মৌসুমের
সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেস, বছর জুড়ে ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত খেলা
ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানের মতো তারকারা। এর সাথে সাথে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়, যেখানে রিয়াল বনাম নাপোলি, বার্সা বনাম পিএসজি,,,,