Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আবারও যুদ্ধবিরতি ঘোষণা করলো রাশিয়া

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রথম দফা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর আবারও নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ইউক্রেনের একাধিক শহর থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধারের সুযোগ করে দিতেই এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসি জানিয়েছে, রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিউপোল ও সুমি শহরে আটকে পরা বেসামরিক নাগরিকদের উদ্ধার করা হবে। এই সবগুলো শহরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার তাদেরকে বেড়িয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে দেশটি। তবে এখনো যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি ইউক্রেনীয় কর্মকর্তারা।

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে গত এক সপ্তাহে দুই বার হামলা বন্ধের চেষ্টা চলেছে। মারিউপোলে এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া, তবে তা পরে ভেস্তে যায়। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য দুই পক্ষ একে অপরকে দায়ি করেছে।

ইউক্রেনের দাবি, রাশিয়া যুদ্ধবিরতির মধ্যেও হামলা বন্ধ করেনি। অপরদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে শক্তি সংগ্রহ করছিল।

 

Exit mobile version