জগন্নাথপুর২৪ ডেস্ক:: আবারো যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে ভারতের। এনডিটিভির খবরে জানা যায়, শুক্রবার বিকালে দেশটির রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে পাইলট অক্ষত রয়েছেন। এ ঘটনার পর তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
খবরে উল্লেখ করা হয়, ভারতীয় বিমানবাহিনীর ওই মিগ-২১ মডেলের বিমানটি নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে উড্ডয়নের পর তা বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। শীঘ্রই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।
বিকেনার জেলার পুলিশ সুপার প্রদীপর মোহন শর্মা বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।