Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন পৌরএলাকার হবিবপুরের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাধী সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক তাঁকে এ পদে মনোনীত করে। তিনি এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন॥ এবং দীর্ঘদিন বিদ্যালয় পরিচালনা কমিটিতে দায়িত্বপালন করেছেন॥

২০০৩ সালে প্রকাশিত সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক জিয়াউর রহিম শাহীন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পদে দায়িত্বপালনের পাশাপাশি জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন॥
বিদ্যালয়ের সভাপতি হিসাবে মনোনয়ন পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

Exit mobile version