স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান হারুণ রাশীদ বলেছেন, আমার প্রিয় ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে আমি আবারও আপনাদের পাশে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস বিগতদিনের ন্যায় এবারও আপনারা আমার পাশে থেকে আগামী ২৮ মে আনারস প্রতীকে ভোট দিবেন। তিনি এলাকার উন্নয়নে সব সময় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ ইউনিয়নের মানুষের সাথে আমার পারিবারিকভাবে আত্বার সর্ম্পক রয়েছি। আমি স্বতন্ত্র নির্বাচন করলেও আওয়ামীলীগের একজন হিসেবে আপনাদের পাশে আছি। তাই বর্তমান সরকারের উন্নয়নকে কাজে লাগিয়ে ইউনিয়নের অবহেলা বঞ্চনা ঘুচাতে আপনাদের পাশে এসেছি। তিনি বুধবার রাতে ইউনিয়নের কবিরপুর গ্রামে গনসংযোগ করে নির্বাচনী সভায় উপরোক্ত কথা বলেন। স্থানীয় মুরব্বী আব্দুল বাতেন মাষ্টারের সভাপতিত্বে ও সমাজকর্মী আলী আসকর এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল,ফজলুল কাদের চৌধুরী মিছবাহ,মানিক মিয়া,প্রমুখ।
Leave a Reply