Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আদালতের রায় ২৪ হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ উন্মুক্ত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হাওয়াই রাজ্যের একজন বিচারকের রায়ে কয়েক হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ নতুন করে উন্মুক্ত হয়েছে। এ রায়ের ফলে ২৪ হাজারেরও বেশি শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তবে সরকার দ্রুততার সঙ্গে সেই সুযোগকে বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে রিসেটেলমেন্ট এজেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যেসব শরণার্থী কাজ করেন তাদেরকে প্রবেশের অনুমতি দেন হাওয়াই রাজ্যের বিচারক ডেরিক ওয়াটসন। এরপরই শুক্রবার প্রশাসন বলেছে, তারা এ রায়ের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আপিল করবে। ডেরিক ওয়াটসন তার রায়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বা তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে এমন ব্যক্তিদের প্রবেশের ক্ষেত্র বর্ধিত করেন। এর আওতায় রয়েছে ৬টি মুসলিম প্রধান দেশের শরণার্থী ও পর্যটক। তারাও এ রায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে দাদা দাদী, নানা নানীও থাকতে পারেন। এ রায় অনেকদিন পরে যুক্তরাষ্ট্রে নতুন মোড় নিয়েছে। ইন্টারন্যাশনাল রিফিউচি অ্যাসিসট্যান্স প্রজেক্টের পরিচালক বেকা হেলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ১২০ দিন নিষেধাজ্ঞায় যেসব শরণার্থীর যুুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা ছিল তারা এখন প্রবেশ করতে পারবেন। এতে উপকৃত হবেন কমপক্ষে ২৪ হাজার শরণার্থী। নিরাপদে নতুন জীবন শুরু করার জন্য এরই মধ্যে তাদের অনেকে সর্বস্ব বিক্রি করে দিয়েছেন।
সুত্র-মানবজমিন

Exit mobile version