গোবিন্দ দেব:: জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের লাল মিয়ার ছেলে উপজেলা ভূমি অফিসের কমর্চারী দুবৃত্তের হামলায় প্রাণ হারানো আতিকুর রহমান আতিকের জানাযা আজ বিকেল সাড়ে ৫টায় জগন্নাথপুর গ্রামের তিলোনা মাঠে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য সোমবার রাতে হামলার শিকার হয়ে আতিক সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান। আজ ময়না তদন্ত শেষে তার লাশ গ্রামে আসবে এবং বিকেলে জানাযা শেষে তাকে দাফন করা হবে। এদিকে আতিকের মৃত্যুতে উপজেলা প্রশাসন সহ জগন্নাথপুর পৌর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।