স্টাফ রিপোর্টার::
দীর্ঘ আট বছর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটির ঘোষনা করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা কমিটি এই কমিটি ঘোষনা করেন।
উপজেলার বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার কে আহ্ববায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন কে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে চার সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্ববায়ক কমিটি দেয়া হয়েছে।
কমিটির অন্যরা হলেন সৈয়দ মোচ্ছাবির আহমদ, আব্দুস সোবহান ও সুহেল খান টুনু।
এদিকে সালাউদ্দিন মিঠু কে আহ্ববায়ক ও এম,এ মতিনকে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে জগন্নাথপুর পৌর বিএনপির পাঁচ সদস্য আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
পৌর কমিটির অন্যরা হলেন দিলু মিয়া, সামছুল ইসলাম ও তকব্বর মিয়া।
এবিষয়ে জানতে জেলা বিএনপির আহ্ববায়ক সাবেক সদস্য সদস্য কলিম উদ্দিন মিলনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল কমিটির গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে আবু
হোরায়রা ছাদ মাষ্টার কে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়॥ এছাড়া এম এ মতিন কে সভাপতি ও হারুনুজ্জামান হারুন কে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠিত হয়।
কমিটির অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা বিএনপির তৎকালিন আহ্ববায়ক নাছির উদ্দিন চৌধুরী।