বিশেষ প্রতিনিধি – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন আট বছর পর ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্মেলন কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।
আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা জানান,২০১৪ সালের ২১ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সন্মেলনে আকমল হোসেন সভাপতি ও রেজাউল করিম রিজু কে সাধারণ সম্পাদক করা হয়।দুই বছর পর ২০১৬ সালে
৬৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর মেয়াদপূর্তিতে একধিকবার সন্মেলনের দিনক্ষণ ঠিক হলেও দলীয় কোন্দলসহ নানা করণে সন্মেলন আর হয়নি। ৯ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলনের দিন ঠিক করে উপজেলা আওয়ামী লীগ কে প্রস্তুতি নিতে নির্দেশ দেন। সন্মেলন কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দুই ধারায় বিভক্ত। যার এক ধারায় রয়েছে স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও অপর ধারায় রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন অনুসারী। এবারের সন্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুই বলয় থেকে কমপক্ষে ১০/১৫ জনের নাম আলোচনায় রয়েছেন তাদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি আকমল হোসেন, সহ সভাপতি আনহার মিয়া,সহ সভাপতি সিরাজুল হক, সদস্য আকমল খান, সাবেক সহ সভাপতি হারুন রাশীদ, সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক রেজাউল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,মীরপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন
সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর এর নাম আলোচনায় রয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী সন্মেলন সফল করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি একটি সফল সন্মেলনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে বলেন, জগন্নাথপুরসহ জেলার সকল উপজেলা সন্মেলন শেষ করে ডিসেম্বরের শুরুতে জেলা সন্মেলন করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন,তৃণমূলের নেতাকর্মীদের মতামতে দলের পরিক্ষিত নেতাকর্মীদের নিয়ে গঠনতন্ত্র মোতাবেক সন্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।