ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। দিল্লিতে আত্মঘাতী সেনাবাহিনীর সাবেক সদস্য রামকিষাণ গাড়েওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে বুধবার তাকে আটক করা হয়। খবর এনডিটিভি ও জিনিউজের
বুধবার রামমনোহর লোহিয়া হাসপাতালে প্রবেশের সময় প্রথমে কংগ্রেস সহসভাপতিকে বাধা দেয় দিল্লি পুলিশ। পরে জোর করে সেখানে প্রবেশের চেষ্টা করার অভিযোগে তাকে আটক করা হয়।
হাসপাতালে প্রবেশে বাধা ও তাকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী। এভাবে তাকে আটকানো অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন তিনি। তার সঙ্গে আটক করা হয় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ শিসোধিয়াকেও।
আটকের কিছুক্ষণ পর অবশ্য রাহুল গান্ধীকে ছেড়ে দেয় পুলিশ।