জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার পথে মিয়ানমার উপকূলে আটক ১৫০ জন বাংলাদেশীকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে পতাকা বৈঠকে পর মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি) কাছ থেকে তাদের গ্রহণ করে বিজিবি। এরপর ধাপে ধাপে তাদেরকে দেশে আনা হয়।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গত ২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের করে মিয়ানমারের কোস্টগার্ড ও বিজিপি। এদের মধ্যে ১৫০ জন বাংলাদেশী। আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিপির কাছ থেকে তাদেরকে গ্রহণ করা হয়।