Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজ সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরবেন খালেদা জিয়া

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বেলা ১১টার দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা এভারকেয়ার হাসপাতালের হলরুমে সাংবাদিকদের সঙ্গে কথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮১ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যা ৬ টায় বাসায় ফিরবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউং কর্মকর্তা সাইরুল কবীর এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত খালেদা জিয়া’র মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করবেন হাসপাতাল অডিটোরিয়ামের ১১ তলায় সন্ধ্যা ৬ টায়।

ইতোমধ্যেই খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাসভবন। অন্যদিকে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে। এজন্য তার বাসাতেই চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করা হয়েছে।

গত ১৩ নভেম্বর রক্ত বমির পরপরই খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসাসেবা দিচ্ছে।বেগম জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Exit mobile version