জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আজ মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সকল সাবমেরিন কেবল ভিত্তিক ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। সাবমেরিন কেবলের (সি-মি-উই-৪) মেরামত কাজ চলায় ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।
আমিনুল হাকিম জানান, “মেরামত কাজ চলার সময় সাবমেরিন কেবলের মাধ্যমে সরবরাহকৃত ব্যান্ডউইথ বন্ধ থাকবে। ফলে সাবমেরিন কেবল নির্ভর ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। তবে বিকল্প ব্যবস্থায় দেশে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।”
Leave a Reply