জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বাংলাদেশ টেলিভিশনে তিন মাস পর পর প্রচারিত এই কৌতুকাশ্রয়ী অনুষ্ঠানটি। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।
এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের এবারের আসর হবে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে।
দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার প্রয়াসে জেলার হর্টিকালচার সেন্টারের আমবাগানে ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানের দৃশ্যধারণ করা হয়।
আজকের পর্বে চাঁপাইনবাবগঞ্জ এবং আম ছাড়াও থাকছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। আরও দুটি প্রতিবেদন রয়েছে খুলনার শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদ ও আঠারো শতকের বাংলার নবাবদের আবাসস্থল মুর্শিদাবাদ নিয়ে। রয়েছে সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস নাট্যাংশ।
আরও আছে ল্যাডলী মোহন মৈত্র ও গৌরী চন্দ্র সিতুর পরিচালনায় স্থানীয় শতাধিক শিল্পীর নৃত্য পরিববেশনা, বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা ও ঐতিহ্যবাহী গম্ভীরা গানের দলের পরিবেশনা।
এ ছাড়াও নিয়মিত পর্বে রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু নাট্যাংশ। এগুলোতে অভিনয় করেছেন- নাজমুল হুদা বাচ্চু, এসএম মহসীন, মাসুম আজিজ, মহিউদ্দিন বাহার, এ্যামিলাসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। আজ রাত সাড়ে ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে অনুষ্ঠানটি প্রচার করা হবে।