1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আজ ভোট রানীগঞ্জের রাজা হতে ত্রিমুখি লড়াই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথপুরে জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিডিআর স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ আলাদিনের চেরাগ নেই, যে সুইচ দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে: বাণিজ্য উপদেষ্টা হবিগঞ্জে বিল দখল নিয়ে রণক্ষেত্র/ টর্চ জ্বালিয়ে চলে সং ঘ র্ষ যেসব কারণে অন্তর মরে যায় জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ জগন্নাথপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা জুলাই বিপ্লবকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

আজ ভোট রানীগঞ্জের রাজা হতে ত্রিমুখি লড়াই

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৪৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর রিপোর্ট:: অবশেষে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ ভোট গ্রহণ হচ্ছে। তারপরও শংকা রয়ে গেছে কী হবে রানীগঞ্জ ইউনিয়নবাসীর ভাগ্যে। নির্বাচন নিয়ে নানা আইনি জটিলতা কাটিয়ে একদিনের প্রচারনায় নির্বাচন হওয়ার সকল প্রস্তুুতি সম্পন্ন হলেও গতকাল হঠাৎ করে নির্বাচনকে অবৈধ আখ্যায়িত করে নির্বাচনের অন্যতম হ্যাভিওয়েট প্রার্থী বর্তমান চেয়ারম্যান মজলুল হক নির্বাচন বর্জন করেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রশাসন নির্বাচনের জন্য সকল প্রস্তুুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্ধী প্রার্থীরাও শংকার মধ্যে নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় রানীগঞ্জ ইউনিয়ন নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। ২৮ মে নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থী সমর্থকরা যখন প্রচারনায় ব্যস্ত ঠিক সেই মুহুর্তে ২৬ মে নির্বাচন স্থগিতাদেশের কপি এসে পৌঁছে জগন্নাথপুরে। শেষ হয়ে যায় রানীগঞ্জবাসীর নির্বাচন। অনেক প্রার্থীই নির্বাচনী প্রচারনা থেকে সরে যান। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল হলে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে ৪ জুন নির্বাচনের দিন চুড়ান্ত হওয়ার চিঠি জগন্নাথপুরে এসে পৌঁছে ২ জুন রাতে। চিঠি পৌঁছার সাথে সাথে নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারনার সময় শেষ হয়ে যায়। প্রার্থীদের মাথায় হাত পড়ে। অনেক প্রার্থীরই প্রচারনায় ছন্দ পতন ঘটে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করলেও গতকাল শুক্রবার নানা নাটকীয়তায় নির্বাচন বর্জনের ঘোষনা দেন নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্ধী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মজলুল হক। বর্তমানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম রানা (নৌকা) বিএনপি প্রার্থী সামছুল ইসলাম (ধানের শীষ) আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ (মোটর সাইকেল) স্বতন্ত্র প্রার্থী সুজায়েল আহমদ (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন। নির্বাচনে চার টি কেন্দ্রেকে ঝুঁকিপুর্ণ কেন্দ্র হিসেবে চিহিৃত করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে। মেঘারকান্দি,সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র,কামড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন রানীগঞ্জের মোট ভোটার ২২ হাজার ৯২৯জন। তন্মেধ্যে পুরুষ ভোটার ১১,২৮৮ জন মহিলা ১১,৬৬১ জন। কেন্দ্র রয়েছে ১৩টি । প্রতিটি কেন্দ্রে ১জন পুলিশ অফিসার ও ৫জন পুলিশ কনস্টেবল ১৬জন আনসার থাকবে। ২ জন ম্যাজিস্টেটের নের্তৃত্বে মোবাইল টিম ৪টি, স্টাইকিং ফোর্স ১ টি, বিজিবি তিন প্লাটুন সার্বক্ষনিক টহলে থাকবে। নির্বাচনী এলাকার সচেতন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা নৌকা ও ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা সামছুল ইসলামের সাথে মুল লড়াই হতে পারে। আঞ্চলিকতায় সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজও উল্লেখযোগ্য লড়াইয়ে রয়েছেন। নির্বাচনে ত্রিমুখি লড়াই জমে উঠেছে। সকাল আট টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এদিকে বর্তমান চেয়ারম্যান মজলুল হক পুনরায় তসফিল না করে নির্বাচন ঘোষনা করায় নির্বাচন থেকে সরে যাওয়ায় নির্বাচন নিয়ে শংকা রয়েছে। ধারনা করা হচ্ছে তিনি আবারও আইনের আশ্রয় নিতে পারেন। নির্বাচনে সংরক্ষিত ১,২৩ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন পিয়ারা হোসেন (সূর্যমুখী ফুল) মোছাঃ রুখশানা বেগম(হেলিকপ্টার) মোছাঃ রুপপতি চৌধুরী (মাইক) শেলী রানী দাশ(তালগাছ) তন্মেধ্যে পিয়ারা হোসেন ও শেলী রানী দাশের মধ্যে মুল লড়াই হতে পারে। ৪,৫,৬নং ওয়ার্ডে এলাছি বিবি (বক) ও মোছাঃ রুপতেরা বেগম(তালগাছের) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।৭,৮,৯নং ওয়ার্ডে কিবরিয়া বেগম(তালগাছ),আম্বিয়া বেগম(বক),নাছিমা বেগম(জিরাফ) হেলেনা বেগম(সূর্যমুখী ফুল),সৈয়দা শিউলী আক্তার (মাইক) প্রতীক নিয়ে লড়ছেন। পুরুষ মেম্বার পদে ১নং ওয়ার্ডে ইসলাম আহমদ(ফুটবল),তাপস চন্দ্র দাশ(ঘুড়ি)দিপক কুমার দাশ তালুকদার(আপেল) নিবারন দাশ তালুকদার(মোরগ) বরুণ দাশ তালুকদার(ব্যানগাড়ি) মাহমুদ মিয়া(বৈদ্যুতিক পাকা) কওছর মিয়া (তালা), সুবোধ চৌধুরী টিউবয়েল প্রতীক নিয়ে লড়ছেন। ২নং ওয়ার্ডে আবু খালেদ জীবন(তালা),টিপু সুলতান(টিউবয়েল) দিলীপ দাশ তালুকদার(ফুটবল) নাজমুল হক(ঘুড়ি),ফারুক মিয়া(মোরগ), মনিরুল ইসলাম(আপেল) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে মেতেছেন। ৩নং ওয়ার্ডে আব্দুল মতিন(মোরগ),গুলজার মিয়া(ফুটবল) দিদার আহমদ সুমন(ঘুড়ি), বজলু মিয়া(তালা) মমরাজ হোসেন রাজ(টিউবয়েল) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হলেও মমরাজ হোসেন রাজ ও দিদার আহমদ সুমনের মধ্যে মুল লড়াই হতে পারে। ৪নং ওয়ার্ডে আবুল কাশেম(বৈদ্যুতিক পাকা) আব্দুল তাহিদ জুয়েল(ফুটবল) কন্নাল মিয়া(ঘুড়ি),কাপ্তান মিয়া (টিউবওয়েল) তেরা মিয়া(মোরগ) নাজমুল হক তালা প্রতীকে লড়ছেন। ৫ নং ওয়ার্ডে তউরিছ মিয়া মোরগ),কাওছার মিয়া(ঘুড়ি),ইছরাক আলী (টিউবওয়েল)সুজাত আলী(তালা) ও রাজীব তালুকদার(ফুটবল)। ওই ওয়ার্ডে ফুটবল ও ঘুড়ির মধ্যে মুল লড়াই হতে পারে। ৬নং ওয়ার্ডে এনাম উদ্দিন (মোরগ),আবুল কাশেম(তালা),আমিন মিয়া(ঘুড়ি),আবুল কালাম(বৈদ্যুতিক পাকা),কামাল উদ্দিন(টিউবওয়েল)নসাদ মিয়া(ফুটবল),মুজিবুর রহমান(আপেল)৭নং ওয়ার্ডে জামিল আহমদ(মোরগ),কমলা মিয়া(টিউবওয়েল)মিলাদ মিয়া(ফুটবল)৮নং ওয়ার্ডে নুরুল হক(ফুটবল)মুকিত মিয়া(তালা),লাল মিয়া(টিউবওয়েল)৯নং ওয়ার্ডে অলি মিয়া(মোরগ),আব্দুল জলিল(তালা)জয়নাল আবেদীন(ফুটবল) নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com